খুলনার রূপসার শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, মন্দির ও দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
রবিবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হিন্দু মহাজোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাঙামাটি পুজা উদযাপন পরিষদ সভাপতি অমর কুমার দে, জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক টুটুল দে, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সোহেল সাহা, সনাতন যুব পরিষদ শহর কমিটির সভাপতি উজ্জল চৌধুরী, রাঙামাটি হিন্দু মহাজোটের সভাপতি সুজন দেসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুলনা ও সাভারের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে এ দুই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন বক্তারা। মানববন্ধনের আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।