খেলাধুলার মাধ্যমে শিশুদের পাঠগ্রহণে আগ্রহ বাড়াতে হবে : মো.হারুন অর রশীদ

NewsDetails_01

ছাত্র/ছাত্রীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার আয়োজনে জঙ্গি,সন্ত্রাসবাদ,শিশু নির্যাতন ,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু বিকাশ ও প্রাক- প্রাথমিক শ্রেণি এবং প্রশিক্ষণ ক্লাসের নবাগত ছাত্র/ছাত্রীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিশু একাডেমী মিলনায়তনে প্রয়াস শিশু কিশোর সংগঠনের সভাপতি এম.এ মোমেনের সঞ্চালনায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো. ইকতেখারুল ইসলাম,পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ছালেহা বেগম,ন্যাশনাল চিলন্ড্রে‘স টাস্কর্ফোস (এনসিটিএফ) এর সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরী প্রমূখ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন“ খেলাধুলার মাধ্যমে শিশুদের পাঠগ্রহণে আগ্রহ বাড়াতে হবে। শিশুরা ব্যবহারিক ভাবে জ্ঞান অর্জন করতে বেশি আগ্রহী। তারই সাথে অভিভাবকদের সচেতনতার অতীব গুরুত্বপর্ণূ কারণ একজন সচেতন অভিভাবক ই পারে একটি শিশুকে সঠিক প্রতিভার মাধ্যমে গড়ে তুলতে।
এসময় বক্তারা আরো বলেন “ জঙ্গি,সন্ত্রাসবাদ,শিশু নির্যাতন,বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকের সচেতনতা হওয়া জরুরী। শিশুর শিক্ষা জীবনের প্রথম ভিত্তি হচ্ছে প্রাক- প্রাথমিক স্কুল। প্রাক প্রাথমিক স্কুলে মাধ্যমে একটি শিশু স্কুলে যেতে যাওয়া আসার নিয়ম কারণ শিখে। তাই শিশু শিক্ষার্থীদের জীবন গঠনের প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশের কোন বিকল্প নেই। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে নিয়ে শিশুদের মিষ্টি বিতরণ করা হয়।

আরও পড়ুন