গণজমায়েত থেকে বিরত থাকতে রাঙ্গামাটির জেলা প্রশাসকের অনুরোধ
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে এবার উৎসব, গণ-প্রার্থনা, কুলখানি, সভাসহ সকল ধরনের গণজমায়েত থেকে বিরত থাকার অনুরোধ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

আজ বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে জেলা প্রশাসক মামুনুর রশিদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাঙামাটিবাসীর প্রতি এ অনুরোধ জানান।
করোনা ভাইরাসের কারনে গত বুধবার (১৮মার্চ) রাতে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।