দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ফিরিয়ে আনা এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি আমাদের জন্য কোনো উৎসবের দিন নয়। দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত।’
তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের শপথ হবে এই ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্রবিরোধী সরকার, সমাজবিরোধী সরকার, যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’
সরকার জোর করে ক্ষমতায় বসে আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ এই দানবকে অপসারণ করে তাদের দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষা করা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রীকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা। ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব।’
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন প্রমুখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সূত্র-রাইজিংবিডি