গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

purabi burmese market

বান্দরবানে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বান্দরবানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষ একেই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় একটি বিক্ষোভ সমাবেশ।

এসময় বান্দরবানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহীম চৌধুরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, ১৯৯৬ সালে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা দখল করেছিলো আর সেদিনই বাঙ্গালী জাতির ইতিহাসে গণতন্ত্র কুলষিত করে যে নিবার্চন করেছিল আমরা তার তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।