গণমাধ্যম নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
একাত্তর টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এর আয়োজন করে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মী ও সচেতন সমাজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন, ৭১ টেলিভিশন স্বাধীনতার স্বপক্ষের কথা বলে, অসাপ্রদায়িকতার কথা বলে। এই জন্য সাম্রদায়িক গোষ্ঠী ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। মনে রাখতে হবে মিডিয়া কোন গোষ্ঠীর নয়, সাম্রদায়িক শক্তির কাছে মিডিয়া মাথানত করবে না।