গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মী‌দের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

NewsDetails_01

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর সন্ত্রাসীদের সশন্ত্র হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

NewsDetails_03

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মো. মঈন উদ্দীন বাপ্পী ও চ্যানেল২৪ এর রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হক, সাংবাদিক বিহারি চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা, সন্ত্রাসীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানসহ গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীরা কখনো সভ্য জাতি হতে পারেনা। তারা নাশকতাকারী, সন্ত্রাসী। এরা দেশ ও জাতির শক্র। কারণ গণমাধ্যমের কণ্ঠ রোধ করে কোন দেশ চলেনি। চলে নাই আর চলবেও না। দেশের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানসহ দেশে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারকে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানায় সাংবাদিকরা।

আরও পড়ুন