গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চন্দ্রঘোনা ইউনিয়নের প্রার্থীরা

NewsDetails_01

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী ২ জন চেয়ারম্যান, ২১ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী।

আগামী ১৫ জুন প্রথমবারের মতো এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।

NewsDetails_03

আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী আক্তার হোসেন মিলন আজ রবিবার (২৯ মে) সকালে তাঁর কর্মী সমর্থকদের নিয়ে কেপিএম এর সাদেকেরঘোনা ও মাস্টারকলোনি এলাকায় দোয়ারে দোয়ারে গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি একইদিন বিকেল ৩টায় ফকিরাঘোনা এলাকায় উঠান বৈঠক করেন।

এদিকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা একইদিন বিকেলে কেপিএম এর কলাবাগান এলাকায় গণসংযোগ করেন। এছাড়া স্ব-স্ব ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা আজ রবিবার সারাদিন ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

আরও পড়ুন