গণহত্যা দিবসে খাগড়াছড়িতে পার্বত্য অধিকার ফোরামের মানববন্ধন

NewsDetails_01

১৯৮৬ সালের আজকের এইদিনে পার্বত্য চট্টগ্রামে সংগঠিত গণহত্যা দিবসের ৩২তম বছর পূর্তিতে তৎকালীন শান্তিবাহিনী প্রধান সন্তু লারমা শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে পার্বত্য অধিকার ফোরামের আহব্বায়ক মাঈন উদ্দিন ও বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম রানা বক্তব্য রাখেন।
বক্তারা, ১৯৮৬ সালের ২৯ এপ্রিল রাতে শান্তিবাহিনীর বর্বর নির্যাতনে ২৪৩৫ জন নিরহ বাঙালীকে হত্যাযজ্ঞের ৩২ বছরে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে তৎকালীন শান্তিবাহিনী প্রধান সন্তু লারমাসহ জড়িতদের শাস্তি দাবি করেন।
এছাড়া গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে অপহৃত তিন যুবককে আগামী ৫ মের মধ্যে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে ৬ মে থেকে লাগাতার হরতালের আল্টিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে। মানববন্ধন শেষে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

আরও পড়ুন