গাইন্দ্যা ইউপির সংরক্ষিত আসনের উপ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

দুই ফাতেমার লড়াই

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে।

NewsDetails_03

গত শুক্রবার (৫ জুলাই) রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয় । রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী হলেন, দুইজন এক নামে তারা হলেন ফাতেমা বেগম।
এদিকে, আগামী ১০ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ জুলাই। নির্বাচনী প্রচারণা শুরু হবে ১৪ জুলাই। আগামী ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

দুই ফাতেমার মধ্যে লড়াই বেশ জমে উঠবে বলে ধারনা করেছেন সাধারণ ভোটারগণ।

আরও পড়ুন