গাউসিয়া কমিটি বাংলাদেশের রাঙামাটি জেলার দ্বিবার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বরকে সভাপতি ও বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু ছৈয়দকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই সাথে হাজ্বী মুহাম্মদ হাবীবুর রহমান সেলিমকে সিনিয়র সহ সভাপতি, হাজী মোঃ জানে আলম ও আব্দুল হালিম ভোলাকে সহ-সভাপতি, মোজাহেরুল ইসলাম ওয়াসিমকে সিনিয়র যুগ্ন সম্পাদক, মাওলানা জসিম উদ্দিকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়েছে।
শনিবার বিকেলে রিজার্ভমুখস্থ খানকা এ কাদেরিয়া তৈয়বিয়ার কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (কমিশনার) এ কমিটি ঘোষণা করেন। এসময় তিনি দ্রুতসময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানান।
গাউসিয়া কমিটি বাংলাদেশের রাঙামাটির জেলার আহবায়ক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহবুব এলাহী শিকদার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতিয়ার।