গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত

22গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।
র‌্যাব-১ এর উপ পরিচালক মাহিউল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার দিকে ওই বাড়ির ভেতর থেকে একটি এ কে- ৪৭, বোমা তৈরির সরঞ্জাম, একটি ল্যাপটপ, একটি চাপাতি ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন। সূত্র : বাংলাট্রিবিউন

আরও পড়ুন