গাড়ি ভাড়া নেই, ডেঙ্গু রোগীকে পৌছে দিলেন রোয়াংছড়ির চেয়ারম্যান

য়ইম্রাচিং মার্মা, পরিবারের আর্থিক অবস্থা এমন, নুন আনতেই যেন পান্তা ফুরায়। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে আসতে পারছিলেন না।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি ও চিকিৎসা উপকরণ না থাকার কারনে তাকে রেফার করা হয় বান্দরবান সদর হাসপাতালে। কিন্তু কিন্তু উন্নত চিকিৎসা প্রাপ্তিতে যেন বাদ সাধে অর্থ ! তারা এতোটা অসহায় বান্দরবান সদরে আসার মতো অর্থ নেই। আর এই খবরটি জানতে পেরে দ্রুত তাদের নিজ গাড়িতে তুলেন এবং উপজেলা পরিষদের এই গাড়িতেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মারমা।

প্রসঙ্গত,য়ইম্রাচিং মার্মা রোয়াংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জুমচাষী শৈমাচিং মার্মার সন্তান। জুম চাষ তাদের পরিবারের একমাত্র অবলম্বন।

আরও পড়ুন