গুলি‌তে না‌নিয়ারচর উপ‌জেলা চেয়ারম্যা‌নের নিরাপত্তারক্ষী নিহত

NewsDetails_01

ছুটিতে বাড়িতে ‌বেড়া‌তে এসে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার নিরাপত্তারক্ষী ধীমান চাকমা (৩৫)।

শনিবার (০৫ ডিসেম্বর) মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‌নিহত ধীমান চাকমা পাকুইজ্জাছড়ি এলাকার বুদ্ধ মঙ্গল চাকমার ছেলে। জেএসএস (সংস্কার) এর এক‌নিষ্ট কর্মী হি‌সে‌বে তি‌নি না‌নিয়ারচর উপ‌জেলা চেয়ারম্যান প্রগ‌তি চাকমার ব্য‌ক্তিগত নিরাপত্তারক্ষীর দা‌য়িত্ব পালন কর‌তেন।

NewsDetails_03

জানা গে‌ছে, ছু‌টি‌তে নি‌জের গ্রা‌মের বা‌ড়ি‌ পাকুইজ্জাছড়িতে বেড়া‌তে এ‌সে‌ছি‌লেন ধীমান চাকমা। শ‌নিবার মধ্যরা‌তে তার বাড়ীতে ঢু‌কে একদল দুর্বৃত্ত রতন প্রিয় দেওয়ান (কালো) ওরফে ধিমান চাকমাকে লক্ষ্য ক‌রে এ‌লোপাতা‌রি গু‌লি ছু‌ঁড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়‌দের ধারনা, জেএসএস সন্তু লারমার সস্বস্ত্র সন্ত্রাসীরাই এ হত্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে।

এ‌দি‌কে, না‌নিয়ারচর উপ‌জেলার চেয়ারম্যা‌ন প্রগ‌তি চাকমার মোবাই‌ল সং‌যোগ বন্ধ থাকার কার‌ণে কোন বক্তব্য পাওয়া যায়‌নি।

বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকা‌টি দুর্গম বিধায় পুলিশের একটা টিম ঘটনাস্থ‌লে রওনা দি‌য়ে‌ছে। ত‌বে, ঘটনাস্থ‌লে মা‌রিশ্যা বি‌জি‌বি জোনের সদস্যরা র‌য়ে‌ছেন।

আরও পড়ুন