গৃহহীনদের গৃহ দেওয়া বিশ্বে নজিরবিহীন : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

purabi burmese market

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, অসহায় মানুষের মাঝে বিনা পয়সায় গৃহ বিতরণ করা বিশ্বের কোথাও কোন নজির নেই । প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমুঞ্চে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শেষে জেলা প্রশাসনের আয়োজিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার , জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর । এছাড়াও অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। বঙ্গবন্ধুর যে লক্ষ্য ছিল এদেশের স্বাধীনতা, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের আরো কাজ করতে হবে। জাতি,ধর্ম,বর্ণ নির্বেশেষে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা এগিয়ে যাব।

তিনি আরো বলেন, বাংলাদেশের চার মূলনীতি বঙ্গবন্ধুর ভাষণে উঠে এসেছিল । বঙ্গবন্ধুর দেয়া ১৯ মিনিটের ভাষণে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের শাসনতন্ত্র তৈরির আকাঙ্খা, পূর্ব বাংলার অতিত ইতিহাস, পাকিস্তানের শাসন শোষণের ইতিহাস উঠে এসেছিল। বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ ।

dhaka tribune ad2

আলোচনা সভা শেষে বান্দরবানের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নৃত্য ও দেশত্ববোধক সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে ভাষণ প্রতিযোগিতা ,কবিতা আবৃত্তি,চিত্রাংকন,দেশের গান প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।