২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। আজ রবিবার (২১শে আগস্ট) সকালে শহরের বনরুপা এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, নিখিল কুমার চাকমাসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দীপংকর তালুকদার এমপি, ২০০৪ সালের ২১ শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।