গ্রেফতার বন্ধ না হলে কর্মসূচি, মির্জা ফখরুলের হুঁশিয়ারি

NewsDetails_01

ছবি : বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ।
বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সব ধরনের গ্রেফতার বন্ধ না হলে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু ও নির্বাচনকে অর্থবহ করার জন্য বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো।
শনিবার (১ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করবো ড. কামাল হোসেনের এই সংবাদ সম্মেলনে পর থেকে সব ধরনের গ্রেফতার বন্ধ হবে। অন্যথায় নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু ও নির্বাচনকে অর্থবহ করার জন্য কর্মসূচি দিতে বাধ্য হবো।’
ড. কামাল হোসেন ও মির্জা ফখরুলসহ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন