গ্রেফতার শিক্ষক তরুণ কান্তি চাকমা আমাদের সদস্য নয় : ইউপিডিএফ

purabi burmese market

রাঙামাটির কাউখালি থেকে গ্রেফতার স্কুল শিক্ষক তরুণ কান্তি চাকমাকে ইউপিডিএফ সদস্য হিসেবে উল্লেখ করে পুলিশের উদ্ধৃতি দিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমা প্রেরিত এক বার্তায় বলা হয়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯ এক বিবৃতিতে বলেন, ‘কাউখালির পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কান্তি চাকমার ইউপিডিএফের সদস্য হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ইউপিডিএফের সদস্যপদ কোন সরকারী চাকুরিজীবীর জন্য উন্মুক্ত নয়।’

তরুণ কান্তি চাকমাকে ঘিলাছড়ি আনসার ক্যাম্পের পাশ থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দাবিকেও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করে সচল চাকমা আরও বলেন, তাকে গত ৯ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে হাজাছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিনা কারণে তরুণ কান্তি চাকমার মতো একজন নিরপরাধ সরকারী স্কুল শিক্ষককে গ্রেফতারের ঘটনা মানবাধিকার লঙ্ঘন, অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।