ঘর নির্মাণের জন্য তিনি দিলেন টিন ও অর্থ

NewsDetails_01

বান্দরবানের আলীকদমে উপজেলায় এক বিধবা মহিলাকে ভেঙ্গে যাওয়া ঘর পূর্ণ নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দিলো আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল সাইফ শামীম,পিএসসি।

আজ মঙ্গলবার (২ জুন) সাড়ে নয়টার দিকে ২৩ বীরের ক্যান্টিন আলীকদম মিঠায় ঘরের মাঠে আছিয়া বেগম নামের এক বিধবা মহিলাকে ৫ বান্ডিল টিন ও আর্থিক সহায়তার দেন।

এসময় আলীকদম জোনের ক্যাপ্টেন আতিকুর রহমান,জোন জেসিও ইকরামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

আলীকদম জোনের সহায়তা পেয়ে আছিয়া বেগম বলেন,অনেক আগে আমার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর আমিসহ ৫ সদস্যের পরিবারের অবস্থায় খুব শোচনীয়। কোন ভাবে দিন যাপন করছি। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি ও বাতাসের কারণে আমাদের থাকার একমাত্র ঘরটিও ভেঙে যায় কিন্তু আজ পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায়নি। সেনাবাহিনী স্বেচ্ছায় খোঁজখবর নিয়ে আমাকে ত্রাণ সামগ্রী দিয়ে ছিল।আলীকদম জোন শুধু টিন ও টাকা দেয়নি। নিয়ে যাওয়ার জন্য গাড়ী ভাড়াও দিয়েছেন।

এসময় আলীকদম জোনের ক্যাপ্টেন আতিকুর রহমান,জোন জেসিও ইকরামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উক্ত একেই সময় মাঠে আলীকদম উপজেলার অস্বচ্ছল পরিবারের মাঝে আলীকদম জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং টিউবওয়েল ও পানি সমস্যাপূর্ণ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর গাড়ীতে করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয় প্রতিদিন।

আরও পড়ুন