ঘুমধুমে ৭ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ র‍্যাব’র জালে আবদুল মালেক !

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫’র অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে।

আজ ৭ এপ্রিল সকাল ৮ টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় ধৃত আবদুল মালেক ফকির ওরফে কালামনুর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ধৃত আবদুল মালেক ফকির প্রকাশ কালামনু (৪৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবদুস সালাম টুকু ছেলে।

এসময় ধৃতের বসতঘরের শয়নকক্ষের খাটের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উদ্ধারকৃত এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-১৫।

dhaka tribune ad2

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃবিল্লাল উদ্দিন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।