ঘুমধুমে ৭ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ র‍্যাব’র জালে আবদুল মালেক !

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫’র অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে।

আজ ৭ এপ্রিল সকাল ৮ টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় ধৃত আবদুল মালেক ফকির ওরফে কালামনুর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ধৃত আবদুল মালেক ফকির প্রকাশ কালামনু (৪৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবদুস সালাম টুকু ছেলে।

NewsDetails_03

এসময় ধৃতের বসতঘরের শয়নকক্ষের খাটের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উদ্ধারকৃত এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-১৫।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃবিল্লাল উদ্দিন।

আরও পড়ুন