বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে দুই লাখ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহমদের ছেলে মোঃ রহমত উল্লাহ (২৫), মো: নুর আহমদের মোঃ মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২), আলী হোসেনের ছেলে মোঃ জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আম বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি’র সদস্যরা । পরে উপজেলার নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা ৩নং ঘুমধুম ইউপি’র আমবাগানের দিকে সীমান্ত থেকে ৬ জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে। এ সময় বিওপির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার পূর্বক তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ছয় কোটি টাকা।