চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক এক

purabi burmese market

রাঙ্গামাটির কাউখালী উপজেলার প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষন চেষ্টা করার অভিযোগে গোপাল কৃঞ্চ নাথ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কাউখালীর পোয়া পাড়া এলাকায় উষা আর্টের মালিক গোপাল কৃঞ্চ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তারই দোকানের পাশে স্থানীয় বাসিন্দা এক ব্যক্তির মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে পোয়াপাড়ার মীর সুপার মার্কেটের নীচতলায় নিয়ে আসে। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায় গোপাল। ঘটনাস্থলের পাশের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠে। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে মেয়েটির পিতা কাউখালী থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ গোপাল চন্দ্র নাথকে নিজ বাস থেকে আটক করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।