শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ এর কারাতের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আন্ত:জেলার খেলা গত ২০ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিত হয় ।
কারাতের দিনব্যাপী এই খেলায় চট্টগ্রাম থেকে প্রথম স্থান অধিকার করে ৪জন, দ্বিতীয় স্থান অধিকার করে ৬ জন। বান্দরবান থেকে এ খেলায় প্রথম স্থান অধিকার করে ৪ জন এবং দ্বিতীয় স্থান অধিকার করে ৪জন, নোয়াখালী জেলার প্রথম স্থান অধিকার করে ৪জন এবং দ্বিতীয় স্থান অধিকার করে ৪জন, কক্সবাজার জেলার প্রথম স্থান অধিকার করে ১জন, কুমিল্লা জেলার প্রথম স্থান অধিকার করে ১ জন এবং দ্বিতীয় স্থান অধিকার করে ২ জন, রাঙামাটি জেলার প্রথম স্থান অধিকার করে ২জন ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা বলেন, খেলাধুলায় চট্টগ্রাম বিভাগের সুনাম রয়েছে। শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ এর কারাতের আন্ত:জেলা পর্যায়ের বিজয়ী ৩২ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলবেন। এক্ষেত্রে বান্দরবানের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ভালো করবেন।