চট্টগ্রাম বিভাগের ‘শ্রেয়তর’ উপজেলা হিসেবে মাটিরাঙ্গা পুরস্কৃত

NewsDetails_01

 'শ্রেয়তর' উপজেলা হিসেবে মাটিরাঙ্গা পুরস্কৃত
‘শ্রেয়তর’ উপজেলা হিসেবে মাটিরাঙ্গা পুরস্কৃত
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর যৌথ উদ্যোগে পরিচালিত উপজেলা পরিষদ সমুহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলাকে ‘শ্রেয়তর’ উপজেলা হিসেবে উদ্ভাবনী উৎসাহীকরণ সম্মাননা পদক দেয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

NewsDetails_03

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, এলজিইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর ইলিয়াছ মোরশেদ, চট্টগ্রাম বিভাগীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি এহসানুল হক বাবুল ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০১টি উপজেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এবং ১১টি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকগণ উপস্থিত ছিলেন। এর আগেও চট্টগ্রাম বিভাগের মধ্যে ইসেবা প্রদানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।

প্রসঙ্গত, তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলার মধ্যে একমাত্র মাটিরাঙ্গা উপজেলা ছাড়াও বিভাগে ১০টি উপজেলা এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন