কেইউজে’র সভাপতি সাংবাদিক নুরুল আজম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, এটিএন বাংলার প্রতিনিধি আবু দাউদ ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
বক্তারা রিয়াজ হায়দার চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের উপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ কোন ব্যবস্থা নেয়া হয়না বলে হামলাকারীরা আশকারা পাই। বক্তারা সাংবাদিক হামলা, নির্যাতনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা ও প্রশাসনকে সজাগ থাকার আহব্বান জানান।