চতুর্থ ধাপে রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচরের ইউপি নির্বাচন

NewsDetails_01

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘো‌ষিত তফ‌সিল অনুযায়ী ওই‌দিন রাঙামা‌টি সদ‌রের ৬টি ও না‌নিয়ারচর উপ‌জেলার ৪টি ইউ‌নিয়‌নে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

আজ বুধবার (১০নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়।

NewsDetails_03

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

এর আগের তফ‌সিল অনুযায়ী জেলার ১০ উপ‌জেলার ম‌ধ্যে ১১ ন‌ভেম্বর বরকল, বিলাইছ‌ড়ি ও কাপ্তাই উপ‌জেলার ইউ‌পি নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচর ছাড়া বাকী থাক‌ছে লংগদু, জুরাছ‌ড়ি, কাউখালী, রাজস্থলী ও বাঘাইছ‌ড়ি।

আরও পড়ুন