চন্দ্রঘোনায় সিআর মামলার ৭ আসামী গ্রেপ্তার

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে সি আর মামলার পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার ওসি আনচারুল করিম।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় হতে চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব,এ এস আই তাহের, এ এস আই মনির,এ এস আই তপন সঙ্গীয় ফোর্স সহ সি আর মামলা নং- ৫০৯/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ক্য প্রু মার্মা, মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা, মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে রাইখালী ইউনিয়ন এর জগনাছড়ি, কারিগর পাড়া এবং রাইখালী এলাকা হতে আটক করা হয়।

আটককৃত সকলেই রাইখালী ইউনিয়ন এর জগনাছড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান।
ওসি জানান, আসামীদেরকে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন