রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টায় চন্দ্রঘোনা ফেরিঘাট সংলগ্ন কোদালা মসজিদ সংলগ্ন এলাকা হতে তাদের আটক করা হয়। এরা হলো, অংসুইখই মারমা (২০), উখ্যাইমং মারমা (১৯), উছাইসিং মারমা (১৯)।
আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী।
গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন টেকের মোড় সংলগ্ন কোদালা মসজিদের সামনে থেকে সন্দেহজনক ৩ যুবককে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি কর ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।