চন্দ্রঘোনায় নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে বায়োমেট্রিক, ছবি তোলা ও তথ্য যাচাই বাচাই কার্যক্রম আজ রবিবার থেকে শুরু হয়েছে। যা আগামীকাল সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

NewsDetails_03

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে নতুন ভোটারদের এই বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে। আজ থেকে চন্দ্রঘোনা ইউনিয়নে শুরু হলো। যা আগামীকাল পর্যন্ত চলবে। এছাড়া সর্বশেষ রাইখালী ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন