রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়া থেকে বন মামলার এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে ওই আসামীকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোঃ হোসেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন, এএসআই সাইফুল, এএসআই আতিকুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে চিৎমরম মুসলিম পাড়া থেকে আসামী মোঃ হোসেনকে গ্রেফতার করে। আসামীর বিরোদ্ধে চন্দ্রঘোনা থানায় বন মামলা রয়েছে। যার নং:- ৯১/০৮। সে দীর্ঘদিন পলাতক ছিলো।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।