কাপ্তাই ফায়ার ব্রিগেডের ষ্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও কেপিএম দমকল বাহিনী, কাপ্তাই ফায়ার ব্রিগেড এবং রাঙ্গুনিয়া ফায়ার ব্রিগেডের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে মার্কেটের ১৮টি দোকান সম্পুর্ণরুপে পুড়ে গেছে।
সোমবার (৭ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এসময় তারা ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন।