চন্দ্রঘোনায় ৪০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুলিশের অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মহিউদ্দীন (২০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রঘোনা রাইখালী ফেরীঘাট এলাকা থেকে চোলাই মদ সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

NewsDetails_03

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় রাইখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকা থেকে চোলাই মদ পাচার করার সময় মো. মহিউদ্দীনকে গ্রেপ্তার করে। শনিবার (৩০ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গত সপ্তাহে ৪০ লিটার চোলাই মদসহ একজন মহিলাকে আটক করা হয়।

আরও পড়ুন