চন্দ্রঘোনা ইউনিয়নে মক ভোট অনুষ্ঠিত

আগামী ১৫ জুন রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটাররা কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে সেই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস আয়োজন করে মক ভোট।

আজ সোমবার (১৩ জুন) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়ন এর ৯টি কেন্দ্রে এই মক ভোট অনুষ্ঠিত হয় বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।

NewsDetails_03

এদিকে ইউনিয়ন এর বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মক ভোটে অংশ নিচ্ছেন। এইসময় ভোটগণনাকারী কর্মকর্তারা ভোটারদেরকে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে অবহিত করছেন।

বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মক ভোটে অংশ নিতে আসা সাদ্দাম, প্রদীপ, রাশেদ জানান, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান অতি সহজ। বুজিয়ে দিলে যে কেউ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন