চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন মিলন

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নধারী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আক্তার হোসেন মিলন।

আজ মঙ্গলবার (১৭ মে) বেলা ১২ টা ২০ মিনিটে তিনি তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ’সহ তাঁর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

জমাদান শেষে তিনি বলেন, আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধের ফসলকে কাজে লাগিয়ে আগামী ১৫ জুন জনগণ বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।