চন্দ্রঘোনা ইউপি নির্বাচন : সদস্য পদে এরশাদ ও সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে দু’জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরা হলো ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আরশাদ আলী এরশাদ। এই ওয়ার্ড থেকে এপর্যন্ত তিনি পাঁচবার সদস্য নির্বাচিত হলেন। এরমধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এলাকা সহ সমগ্র উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। একই ভাবে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মাইনুল ইসলাম সুমনও ৩ বার সদস্য নির্বাচিত হন। এরমধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গত ২৬ মে’ প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ছিল। ওইদিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ হোসাইন এবং ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ফলে ৫ নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল হোসেন এবং ৮ নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার আরশাদ আলী এরশাদ বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গতঃ আগামী ১৫ জুন প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন