চন্দ্রঘোনা কেপিএম সিবিএ নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস্(কেপিএম) লিঃএর সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন শান্তিপূর্ণ ভাবে মঙ্গলবার (১১ জুন) সম্পন্ন হয়েছে। এতে বর্তমান সিবিএ সংগঠন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং-চট্ট-২৬২১, চাকা প্রতীক) আবারোও বিজয়ী হয়েছে।
মিলের বর্তমান তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে দু’টি শ্রমিক সংগঠন নির্বাচনে অংশ নিয়েছে। সংগঠন গুলো হলো বর্তমান সিবিএ কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (রেজিঃনং-চট্ট-২৬২১) ও কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-০৮)। কেপিএম ওর্য়াকাস ইউনিয়ন নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১১ জন। এরমধ্যে নির্বাচনের আগে ৭ জন শ্রমিক অবসরে যায়। অবশিষ্ট ৩০৪ জন শ্রমিক-কর্মচারী ভোটার। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ২৯৭টি। কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ (রেজিঃ নং-২৬২১,চাকা প্রতীক) পেয়েছে ১৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি সংগঠন কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-০৮,হাতুড়ী প্রতীক) পেয়েছে ১২৫ ভোট। ৩ টি ভোট বাতিল হয়। ৪৪ ভোটে শ্রমিক- কর্মচারী পরিষদ সিবিএ নির্বাচীত হয়েছে।
প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ চলাকালীন কোন রকম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোট গ্রহণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন হারুন,কেপিএম শ্রমিক – কর্মচারী পরিষদ সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা আ’লীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু,সভাপতি আবদুল রাজ্জাক,কাপ্তাই থানার ওসি সৈয়দ মোঃ নুর,কেপিএমের জিএম (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। আলোচনা সভা শেষে প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষনা করা হয়।
এ ব্যাপারে ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল ও কেপিএমের জিএম (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার উপজেলা প্রশাসন ও আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনী,শ্রমিক সংগঠন গুলোর সার্বিক সহায়তায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং আগামীদিনে মিলের স্বার্থে উভয় শ্রমিক সংগঠন মিলেমিশে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন