চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিদর্শনে বিলাইছড়ির ইউএনও মিজানুর রহমান
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় অবস্থিত শতবর্ষী সেবা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিদর্শন করেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। আজ সোমবার সকাল ১০ টায় তিনি হাসপাতালে এসে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এইসময় হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা, কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ এইসময় হাসপাতালের মেডিকেল অফিসার, নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও মিজানুর রহমান বলেন, আমার বিলাইছড়ি উপজেলার অনেক দরিদ্র জনগণ এই হাসপাতালে এসে স্বল্পখরচে উন্নত মানের সেবা গ্রহণ করে থাকে। এই হাসপাতালের সেবার মান এবং পরিস্কার পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। বেসরকারিভাবে পরিচালিত এই হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্য সেবার প্রতিকৃত। তিনি হাসপাতালের আরোও সমৃদ্ধি কামনা করেন।