চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে বান্দরবান জেলা দল। গত রোববার (১০ মার্চ) ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একমাত্র গোলটি করেন বান্দরবানের পক্ষ হয়ে খেলা নাইক্ষ্যংছড়ির সন্তান উসাই মং মারমা ছোট।
ফুটবল টুর্নামেন্টের রোববারের খেলায় বান্দরবান জেলা দল প্রতিদ্বন্ধিতা করে চাঁদপুর জেলা দলের সাথে। পুরো খেলায় আধিপত্য দেখায় বান্দরবান জেলা দল। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় জাফরের পাস থেকে ডি বক্স থেকে দ্রুত শর্টে গোলটি করেন উসাই মং মার্মা। তার এই গোলে ২০১৯ সালের বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টে বান্দরবান জেলা দল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠল। ১৩ মার্চ ফেনীর সাথে প্রতিযোগিতা করবে বান্দরবান জেলা দল।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ লাভ করা উসাই মং ছোটকে পুরস্কার তুলে দেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবীসহ অতিথিবৃন্দরা।