বান্দরবানে এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিপুরা ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য সা প্রু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন উর রশিদসহ অনেকে।
এই সময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আরো বলেন,(চাঁদাবাজি) এসবের প্রতিবাদ করতে গিয়ে আমার জীবন গেলেও যাক, জীবন বিসর্জন দিতে প্রস্তুতি। তিনি আরো বলেন, পাহাড়ের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি ফিলিপ ত্রিপুরা প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে বলেন, জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের জন্য আপনি যে উন্নয়নমূলক কাজ করছেন তার জন্য আপনাকে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত করে নেত্রীকে নৌকা উপহার দিব।