খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট উপজাতীয় নেতা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাকমা নেতা অনিমেষ দেওয়ান নন্দিত, মারমা নেতা মংসাথোয়াই মারমা ও ত্রিপুরা নেতা ললিত বিকাশ ত্রিপুরা, বিশিষ্ট উপজাতীয় নেতা অনিমেষ চাকমা রিংকু, কিশোর কুমার ত্রিপুরা, কশাক কুমার ত্রিপুরা, উরাসেং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অনিমেষ দেওয়ান নন্দিত আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আগামী জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামীলীগকে বর্জনের ঘোষনা দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার পাহাড়িদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানিয়ে আমাদের অস্থিত্ব বিলীন করার ষড়যন্ত্র করছেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।