চালের দাম সহনীয় রাখতে বাজারে ওএমএস

NewsDetails_01

বান্দরবানে চালের দাম সহনীয় রাখতে ওএমএস কার্যক্রমের আওতায় চাল বিক্রি শুরু হয়েছে । রবিবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি আমল কান্তি দাশ,জেলা খাদ্য পরির্দষক অসিত বরন তালুকদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্ষং খাই ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেম চন্দ্র চাকমা,ওএমএস কার্যক্রম এ ডিলার বিমল কান্তি দাশসহ স্থানীয় সুশলি সমাজের প্রতিনিধিরা। বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্ষং খাই জানান, বাজারের চালের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

আরও পড়ুন