চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে বান্দরবান বিএমএ। রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন,বান্দরবান সিভিল সার্জন উদয় শংকর চাকমা, ডেপুটি সিভিল সার্জন অংসুই, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক অংচালু সহ আরো অনেকে। বক্তারা দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
প্রসঙ্গত গত ১৮ মে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় আফিয়া জাহান চৈতি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজন ও শিক্ষার্থীরা ওই হাসপাতালের চিকিৎসকের উপর হামলা চালায়। হামলায় দুই চিকিৎসক আহত হয়। পরে হাসপাতাল ভাংচুর করে। এছাড়াও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে দুই চিকিৎসকের বিপরীতে মামলা দায়ের করে নিহতের স্বজনরা।