চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধনচিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে বান্দরবান বিএমএ। রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন,বান্দরবান সিভিল সার্জন উদয় শংকর চাকমা, ডেপুটি সিভিল সার্জন অংসুই, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক অংচালু সহ আরো অনেকে। বক্তারা দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । প্রসঙ্গত গত ১৮ মে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় আফিয়া জাহান চৈতি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজন ও শিক্ষার্থীরা ওই হাসপাতালের চিকিৎসকের উপর হামলা চালায়। হামলায় দুই চিকিৎসক আহত হয়। পরে হাসপাতাল ভাংচুর করে। এছাড়াও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে দুই চিকিৎসকের বিপরীতে মামলা দায়ের করে নিহতের স্বজনরা।
Dengu rogike censar rogi banano hole tar ki sasti hobe, tar mrittu holo er bichar k korbe. Sob koshai.