চিৎমরম বৌদ্ধ বিহারে ১০৫ টি দেশের মুদ্রা

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার চিৎমরম বৌদ্ধ বিহার। বৌদ্ধ ধর্মালম্বীরা ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনও এই বিহারে আসেন। অত্যন্ত পবিত্র এবং তীর্থ স্থান হিসাবে সু-পরিচিত এই বিহার। বছরের সারা সময় ধরে দায়ক দায়িকারা আসেন এই বিহারে। একটি অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এই বিহার এতদঞ্চলে শত বছর ধরে তাঁর ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে আসছেন।

NewsDetails_03

এই বিহারের দ্বিতীয় তলায় একটি কাঁচের মধ্যে সু- রক্ষিত রয়েছে ১শত ১৫ টি দেশের মুদ্রা। ১ টাকা, ১০ টাকা, ১শত, টাকা, ১০ হাজার টাকা এমনকি ১ লাখ টাকার মুদ্রা রয়েছে এই বিহারে। তৎমধ্যে মায়ানমার, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইউ এস,ভেনিজুয়েলা, ইউ. কে, ভারত, কানাডা, সিরিয়া, মঙোলিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার,কোরিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, ফিলিপাইন উল্লেখযোগ্য।

আরও পড়ুন