চু‌ক্তির বর্ষপু‌র্তি‌তে কাপ্তাই হ্রদে সেনাবা‌হিনীর সম্প্রী‌তির নৌকা বাইচ

NewsDetails_01

শা‌ন্তি, সম্প্রী‌তি ও ভ্রাতৃত্ব‌বো‌ধের বার্তা পাহা‌ড়ে বসবাসরত সক‌লের মা‌ঝে ছড়ি‌য়ে দি‌তে পার্বত্য শা‌ন্তিচু‌ক্তির ২৬তম বর্ষপু‌র্তি‌তে বাংলা‌দেশ সেনাবা‌হিনীর রাঙামা‌টি রি‌জিয়ন আ‌য়োজন ক‌রে কাপ্তাই হ্রদে দৃ‌ষ্টিনন্দন নৌকা বাইচ।

আজ শ‌নিবার (২রা ডি‌সেম্বর) বেলা ১১টায় কাপ্তাই হ্রদের চেঙ্গীমুখ অংশে এ নৌকা বাইচ শুরু হয়। বাইচ উপলক্ষে এলাকাজুড়ে ছিলো উৎসবের আমেজ। শহীদ মিনার এলাকা সাজানো হয়েছিল বর্ণিল সাজে। নানা জাতি, ধর্ম ও বর্ণের লোকজন নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হয় অনুষ্ঠানস্থলে।

প্রতি‌যো‌গিতায় পুরুষ বিভা‌গে রাঙামা‌টি সদ‌রের কিল্লামুড়া এলাকার রতন ত্রিপুরার দল এবং নারী বিভা‌গে একই এলাকার পুর্ণা রানী ত্রিপুরার দল চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রেন। নারী ও পুরু‌ষ ২টি ইভেন্টে ১ম পুরষ্কার ৫০ হাজার, ২য় পুরস্কার ৩৫ হাজার ও ৩য় পুরস্কার ২৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।

NewsDetails_03

বাইচ শেষে বিজয়ী ও বিজীত‌দের মা‌ঝে পুরষ্কারের নগদ অর্থ তু‌লে দেন প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এর আ‌গে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে দীপংকর তালুকদার ব‌লেন, শুধু সম‌রে নয়, দে‌শের সাম‌গ্রিক শা‌ন্তি‌তে বাংলা‌দেশ সেনাবা‌হিনী নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। পাহা‌ড়ের শা‌ন্তি, সম্প্রী‌তি ও উন্নয়ন কর্মকা‌ন্ডে সেনাবা‌হিনী গুরুত্বপুর্ণ অবদান রে‌খে চ‌লে‌ছে। তি‌নি শা‌ন্তিচু‌ক্তির বর্ষপু‌র্তি‌তে নৌকা বাইচ আ‌য়োজ‌নে পাহাড়ী বাঙালীর সম্প্রী‌তির মিলন‌মেলায় রুপ দেওয়ার জন্য সেনাবা‌হিনী‌কে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রি‌জিয়ন কমান্ডার লেঃ ক‌র্ণেল মোহাম্মদ এরশাদ হো‌সেন‌ চৌধুরী পিএসসি, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, মেজর মোঃ আসফিকুর রহমান, জিএসও-২(ইন্ট), অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মারুফ আহ‌মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ‌ফিউল আজম ছাড়াও সেনাবা‌হিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন