চুক্তি অনুযায়ী ক্রীড়া সংস্থা জেলা পরিষদে হস্তান্তর হয়নি : সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ক্রীড়া সংস্থা জেলা পরিষদের অধীনে যাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ অঞ্চলের খেলাধুলার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।
আজ মঙ্গলবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন “পাহাড়ের ক্রীড়াঙ্গনের একটি সুনাম আছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এখানকার ক্রীড়াবিদরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তবে ক্রীড়াঙ্গনের আরও গতি ফেরাতে, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থাকে জেলা পরিষদের অধীনে নেওয়া জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বিএনপির সভাপতি দীপন তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বরগাঙ কিংসকে ১-০ গোলে পরাজিত করে ফুরমোন হিলস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
তারুন্যের উৎসবের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।