চোরাই মোটর সাইকেল উদ্ধার

উদ্ধার হওয়া মোটর সাইকেল
উদ্ধার হওয়া মোটর সাইকেল
বান্দরবান সদর থানা এলাকা হতে চুরি হয়ে যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সদর থানার এসআই কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ দুই দিন ব্যাপী বিশেষ অভিযানে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন লম্বাবিল এলাকা হতে একটি ডিসকভার-১৫০ সিসি কালো-নীল রংয়ের চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। তবে এই ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
সদর থানার এসআই কৃষ্ণ কুমার দাস পাহাড়বার্তাকে জানায়, মোটর সাইকেলের প্রকৃত মালিক যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত আছে, মালিক পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন