কুমিল্লায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ কাবাডি প্রতিযোগিতায় বান্দরবান জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা জেলা পুলিশ দল রানার্স-আপ হয়েছে।এই প্রতিযোগিতায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ ১০টি জেলা পুলিশ দল অংশ নেয়। গত সোমবার জেলা পুলিশ লাইন্স মাঠে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।