বিহার পরিচালনা কমিটির সভাপতি রুবি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার বলেন, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই এলাকায় পরিপূর্ন শান্তি ফিরে আসবে না। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সাবেক রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুচাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৩২১ নং মৌজার হেডম্যান উচিংথোয়াই চৌধুরী বাবলু। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সংগঠনের নেতা কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সামাজিক,ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী রাইখালি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।