এদিকে বীর পুত্র রবিনকে কেন্দ্রীয় কমিটিতে পদোন্নিত দেওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। ছাত্রলীগ ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের জনসাধারণ তাকে স্বাগত জানিয়েছে ।
বাবা বীর বাহাদুরের হাত ধরে রাজনীতিতে আসা রবিন বাহাদুর ইতোমধ্যে জেলার ছাত্র সমাজের মাঝে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। অনেকেই তাকে বাবার মত বিচক্ষণ রাজনৈতিক নেতা হিসেবে দেখছেন।