ছাত্রলীগ নাস্তার টাকা জমিয়ে দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছে : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

NewsDetails_01

প্রধানমন্ত্রীর কথা শুনে ছাত্রলীগের কর্মীরা নিজেদের নাস্তার টাকা জমিয়ে খাদ্য সামগ্রী কিনে দুস্থদের দিচ্ছে । যে সব এলাকায় খাদ্য সহায়তা পৌঁছায়নি সেসব এলাকায় ছাত্রলীগের কর্মীরা গিয়ে খাদ্য কিনে দিচ্ছেন । এছাড়াও নিজেরা স্যানিটাইজার তৈরি করে প্রত্যেকটা ইউনিয়নের দুস্থদের পৌঁছিয়ে দিচ্ছেন ।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১০টায়, দেশে করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে বান্দরবানের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীকে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আরও পড়ুন